যে অপার অকৃত্রিম প্রাকতিক সৌন্দর্য বরিশাল বহন করে তার কাছে জীবনান্দের মত আপনাকেও ফিরে যেতে হবে বারবার।নদীমাতৃক বাংলার প্রকৃত স্বরূপ ই পাওয়া যাবে আদতে বরিশালে ইংরেজিতে আপনি যাকে বলতে পারেন র বিউটি বা নিখাদ সুন্দর। বলা হয়ে থাকে ,ধান-নদী-খাল এই তিনে বরিশাল।নদী আধিক্যের কারণে বাংলার ভ্যানিস খ্যাত এই বরিশাল হতে পারে আপনার ব্যক্তিগত কিংবা পারিবারিক ঘুরে আসার জন্য অনন্য পছন্দ।
সমগ্র বাংলাদেশে চট্টগ্রাম এমন একটি জায়গা যা একই সংগে ট্রাভেলার এবং টুরিস্টদের প্রশান্তি দেবে।ট্রাভেলার হচ্ছেন তারা যারা এডভেঞ্চার ভালোবাসেন। উঁচু উঁচু পাহাড়ি ট্রেইল,বুনো ঝর্ণা চট্টগ্রামের বুক চিরে জায়গায় জায়গায় যেন তাদের জন্যই দাঁড়িয়।আর টুরিস্ট ভালোবাসেন শান্তিতে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে।পাহাড়, নদী, সৈকত, লেক,ঐতিহাসিক স্থান, ধর্মীয় স্থাপনা, মুখোরচোক খাবার সব কিছু মিলেয়ে চট্টগ্রাম তাদের। তারমানে।দু ধরনের মানুষের ই প্রথম পছন্দ হতে পারে বনবনানী,পাহাড়,ঝর্না, সমুদ্র, উপতক্যায় ঘেরা বন্দর নগরী চট্টগ্রাম । ভৌগলিক অবস্থান ও প্রাকৃতিক সৌন্দর্যের কারনে সুপ্রাচীণ কাল থেকেই চট্টগ্রাম দেশি বিদেশি পর্যটকদের প্রথম পছন্দ।
চারশ বছরের পুরানা শহর ঢাকার শরীরভর্তি ইতিহাস আর সংস্কতির স্মারক ।ঢাকার অলিতে গলিতে রয়েছে তার ছাপ,গল্প।কেবল রাজধানী বলেই নয় আমাদের সভ্যতা ,সংস্কতি , স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে আপনার একবারের জন্য হলেও ঢাকা শহর ঘুরে বেড়ানো উচিত। এতসব দর্শনীয় স্থান ,ঐতিহাসিক স্থাপনা ,বিনোদন কেন্দ্রের পাশাপাশি বোনাস হিসেবে থাকবে হরেক রকমের খাবারের পাশাপাশি থাকবে আনন্দবেদনার গল্প ।ঢাকা বেড়াতে আসবেন আর বলাবার মত কোন গল্প হবেনা এমন টা হবেনা।
“Indigo Flight review“
I didn't provide meal on board
“I will go to kolkata next year“
I think it will luxury travel of our Family