ঘুরে আসুন ইতিহাস ,ঐতিহ্য ও সংস্কতির শহর ঢাকা

by Admin
November 07, 2020
0

ঘুরে আসুন ইতিহাস ,ঐতিহ্য ও সংস্কতির শহর ঢাকা  

চারশবছরের পুরানা শহর ঢাকার শরীরভর্তি ইতিহাস আর সংস্কতির স্মারক ।ঢাকার অলিতে গলিতেরয়েছে তার ছাপ,গল্প।কেবল রাজধানী বলেই নয় আমাদের সভ্যতা ,সংস্কতি , স্বাধীনতা ওমুক্তিযুদ্ধের  ইতিহাস জানতে আপনার একবারেরজন্য হলেও ঢাকা শহর ঘুরে বেড়ানো উচিত।

এতসবদর্শনীয় স্থান ,ঐতিহাসিক স্থাপনা ,বিনোদন কেন্দ্রের পাশাপাশি বোনাস হিসেবে থাকবেহরেক রকমের খাবারের পাশাপাশি থাকবে আনন্দবেদনার গল্প ।ঢাকা বেড়াতে আসবেন আর বলাবারমত কোন গল্প হবেনা এমন টা হবেনা।

দেশেররাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের শহর।ঢাকাকে বলা হয় রিকশার শহর।একসংগে এত মসজিদ আররিকশা পৃথিবীর আর কোথাও কোন  শহরে নাই।

আপনারভ্রমনের সুবিধার্থে ভ্রমন তালিকায় যোগ করবার মতো উল্লেখযোগ্য কিছু জায়গার ব্রিফদেয়া হলো।

১।মুঘল স্থাপনা লালবাগ কেল্লা

স্থাপত্যকৌশল, ঐতিহ্য আর সৌন্দর্যের কারণে ঢাকারদর্শনীয় স্থান গুলোর মধ্যেশুরুতেই যে নাম আসতে যাচ্ছে তা হলো পুরান পুরানা লালবাগ কেল্লা। তিনশ বছরের পুরানা এঈ কেল্লার অবস্থান পুরানঢাকার লালবাগে।কেল্লা নির্মানের স্বপ্ন সম্রাট আওরঙ্গজেবের থাকলেও১৬৭৮ সালে পুত্র  যুবরাজ আজম কেল্লানির্মানের কাজ শুরু করেন। এবং কেল্লার নামকরন ও করেন পিতান নামানুসারে।আওরঙ্গবাদকেল্লা বা আওরঙ্গবাদ দুর্গ। পরবর্তী সময়ে নাম বদলে রাখা হয়লালবাগ কেল্লা।অনেকে মনে করেন,কেল্লার আশেপাশেপ্রচুর লালগোলাপের বাগান ছিল বলে এহেন নাম।মোগলআমলের এই  ঐতিহাসিক নিদর্শণে  যাতেএকই সঙ্গে ব্যবহার করা হয়েছে কষ্টিপাথর, মার্বেল পাথর আর নানান রঙ-বেরঙের টালিপিতার

কেল্লার প্রাকৃতিকসৌন্দর্য ও চোখে পড়ার মতন। নানা রকম গাছগাছালি,ঝাউয়েরসারি ,ফোয়ারা,জলাশয়,মসজিদ ফুলের বাগান ,সবুজ ঘাস মনে প্রশান্তি এনে দেবে।

লালবাগ কেল্লার সাপ্তাহিক ছুটি রবিবার । .

২।ঢাকেশ্বরী মন্দির 

ঢাকেশ্বরী বাংলাদেশের জাতীয় মন্দির ।পুরানো ঢাকার লালবাগের ঢাকেশ্বরী রোড়ে অবস্থিত ঢাকার সবচেপ্রাচীন মন্দির টি।হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন, ঢাকেশ্বরী শব্দ থেকেই ঢাকা নামের উৎপত্তি।এই মন্দিরের স্থাপনকালনিশ্চিতভাবে জানা যায়নি ।অনেকের মতে,১২শশতাব্দীতে সেন রাজবংশের রাজা বল্লাল সেনের মাধ্যমে এই মন্দিরটি নির্মিত হয়।কেউ কেউ মনে করেন মন্দিরটিতারো আগে মূল মন্দির এলাকার ভবনগুলি উজ্জ্বল হলুদাভ ও লাল বর্ণের। মূল মন্দির প্রাঙ্গনেরউত্তর পশ্চিম কোণে রয়েছে চারটি শিব মন্দির। মূল মন্দিরটি পূর্বাংশে অবস্থিত। এখানেদেবী দুর্গার একটি ধাতু-নির্মিত প্রতিমা রয়েছে।

 

৩।গোলাপের গ্রাম গোলাপ গ্রাম

তুরাগ নদী পথ পার হয়ে গেলেই ফুলের গ্রাম গোলাপ গ্রাম।এই গ্রামের আসল নাম সাইদুল্লাহপুর ।সাভারের বিরুলিয়া ইউনিয়নে তুরাগ নদের তীরে গ্রামটি অবস্থান। ।ঢাকা শহরের এত কাছে এমন জায়গা মেলা দায় ।রাস্তার দুপাশ গোলাপের বাগান দিয়ে ঘেরা এইগ্রামে হেঁটে বেড়াতে বেড়াতে আপনার কখনো এই বলেও ভ্রম হতেপারে আপনি স্বজ্ঞে হেঁটে বেড়াচ্ছেন,যতদূর চোখ যাবে কেবল ফুল আর ফুল।ফুল্পাখি আরপ্রজাপতি ছাড়া যেন আর কিচ্ছু নেই আশপাশ।গোলাপগ্রাম বললেও এখানেগোলাপছারা আরওঅসংখ্য ফুলের চাষ হয়।.

৪।হারানো নগরী পানাম সিটি

পুরানা সংস্কতি ও ইতিহাসের প্রতি আগ্রহী হলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এ অবস্থিত আগ্রহী হলে ঐতিহাসিক স্থাপনা পানাম সিটিতে ঘুরেআসতে পারেন দিনে দিনে ।ঈসাখাঁ-র আমলে এটি  বাংলার রাজধানী  ছিলো পানামনগর।কয়েক শতাব্দীর পুরানা এইনগরকে ২০০৬ সালে World Monument Fundপৃথিবীর ১০০ টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের তালিকায় স্থান দেয়। এখানে কয়েকশতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার বার ভূইয়াঁদের ইতিহাসের সাথে সম্পর্কিত।কেবল দেশি নয় বিদেশী পর্যটকদের ও আগ্রহের বিষয় এই হারানো নগরী পানাম সিটি।পানাম নগরীসোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর হতে আধা-কিলোমিটার দূরে অবস্থিত।তাই ফেরার পথে সেটি ও দেখে আসতে পারেন।


৫/আহসান মঞ্জিল

 

ঢাকা শহরের দক্ষিণে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি ঢাকারনবাবদের প্রাসাদ /কাচারি ছিল। ১৮৭২ সালে নওয়াব আবদুল গনি তাঁরপুত্র খাজা আহসানুল্লাহর নামে 'আহসান মঞ্জিল' নামকরণ করেন।উনিশ শতকের মাঝামাঝিথেকে প্রায় ১০০ বছর পর্যন্ত এই প্রাসাদটি বাংলার একটি প্রধান রাজনৈতিক কেন্দ্রছিল।১৯০৬ খ্রিষ্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়।  ২৩ টি গ্যালারী নিয়ে ১৯৯২ সালে দর্শনীয় স্থানটি পুন:সংস্কারেরমাধ্যমে জাদুঘরে (আহসান মঞ্জিল জাদুঘর) রুপান্তর করে দর্শকদের জন্য উন্মুক্ত করাহয়।আহসান মঞ্জিল জাদুঘরে এ যাবৎ সংগৃহীত নিদর্শন সংখ্যা মোট৪০৭৭টি।

 

 বৃহস্পতিবার ছাড়া বাকিদিনগুলোতে আহসান মঞ্জিল খোলা থাকে। তবে শুক্রবার আহসান মঞ্জিলের সময়সুচিতে কিছুটাতারতম্য আছে। এদিন মঞ্জিল অর্ধদিবস খোলা থাকে অর্থাৎ বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা৩০ পর্যন্ত। 

 

৬।তারা মসজিদ

 

মসজিদের শহর ঢাকার সবচে পুরানা মসজিদগুলির একটি তাঁরা মসজিদ।ধারণা করা হয় ১৮ শতকের শুরুর দিকে তৎকালীন ঢাকারজমিদার মির্জা গোলাম পীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় আবুল খয়রাত সড়কে এটি নির্মান করেন। মোঘল স্থাপত্য শৈলীর প্রভাব থাকা সাদা মার্বেলের উপর নীলতাঁরা খচিত এই মসজিদের এই মসজিদের সৌন্দর্যের কথা শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে।

 

৭।মুক্তিযুদ্ধ জাদুঘর 

দেশ ও মুক্তিযুদ্ধেরইতিহাস তুলে ধরার জন্য সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে  এই যাদুঘরটিশুরু হয়েছিল১৯৯৬ সালে  ঢাকার সেগুনবাগিচারএকটি একটি ভাড়া বাড়িতে ।পবর্তীতে ২০১৭ সালে এট নিজভবনে স্থানান্তরিত হয়।যাদুঘরটিরবর্তমান ঠিকানা  এফ-১১/এ-বি, সিভিক সেক্টর, আগারগাঁওয়।..বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধারন করে আছে এই যাদুঘর টি। যাদুঘরের১৪ হাজার সংগ্রহেরমধ্যে রয়েছে শহীদ মুক্তিযোদ্ধার দেহাবষেশ, মুক্তিযোদ্ধা এবংমুক্তিযুদ্ধে শহীদদের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র এবং যুদ্ধাস্ত্র,চিঠিপত্র ,দলিল, দুর্লভ ছবি, কাগজ পত্র, দেশী বিদেশী সংবাদপত্রে প্রকাশিত মুক্তিযুদ্ধেরসংবাদ ,বংবন্ধু ও জাতীয় চারনেতার মুরাল ও অন্যান্য ।

এছাড়া ও ভ্রমন তালিকায় যেসব উল্লেখযোগ্যস্থান এসে যাবে সেগুলি হলো মহাম্মদপুরের সাতগুম্বজ মসজিদ,রমনা পার্ক,মিরপুর বোটানিক্যাক গার্ডেন,চিড়িয়াখানা,জাতীয় শহীদ মিনার,সংসদভবন ,পুরানঢাকার বিউটীবোডীং,আর্মেনিয়া চার্চ ,ঢাকাবিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা,রাজুভাষ্কর্য , মধুর ক্যান্টিন,টী,এস সি ,কলা ভবন,কার্জনহল,চারুকলা ,তিন নেতার মাজা্‌র,বলদা গার্ডেন,রায়ের বাজার বধ্যভূমি,বাহাদুর শাহ পার্ক,টীকাটূলিররোজগার্ডেন সোহরাওয়ার্দী উদ্যান এমন অসংখ্য অসংখ্য জায়গা ।আর এসব দেখতে হলে আপনাকে আগে আসতে হবে ঢাকা।

দূর শহর থেকে ঢাকার এইযাত্রা টি সেরে নিতে পারেন খুব সহজেই বিমানে।বাংলাদেশ বিমানের সবগুলি এয়ারলাইন্সেরফ্লাইট ই ঢাকা আসা যওয়া করে। আপনাদের ভ্রমনের সুবিধার জন্য সারা দেশ থেকে দুটিএয়ারলাইন্সের সময়সূচি ও ভাড়া সংযুক্ত করা হল।

অভ্যন্তরীনবিমানটিকেটের জন্য আপনার লাগবেজাতীয় পরিচয় পত্রের ফটোকপি।মনে রাখবেন,বিমানের উড্ডয়নের সিডিউল ও ভাড়া  আবহাওয়া,জরুরী অবস্থা ইত্যাদির উপর নির্ভর কয়রেপরিবর্তন হতে পারে।এক্ষেত্রে সংশ্লিষ্ট বিমান কোম্পানির সিদ্ধান্ত ই শেষ সিদ্ধান্ত।আপনাদের যাতায়াত কে সুন্দর ,নিরবিচ্ছিন্ন ও নিরাপদ করতে দুটি এয়ারলাইন্সেরসময়সূচি দেয়া হল।বর্তমান অবস্থা কে মাথায় রেখে বিমান কোম্পানিগুলি ৩৫% সিট খালিরেখে সর্বচ্চো সাবধানতা অবলম্বন করে তাঁদের যাত্রা নিশ্চিত করেন।তাই নিশ্চিন্তনিরাপদ আরামদায়ক ভ্রমনে আপনার দ্বিধার সুযোগ নেই।

নভোএয়ারেরফ্লাইট ও সময়সূচী

DHAKA – CHATTOGRAM

 

Flight No   DepartureArrival   Days of Operation

 

VQ901     7:30     8:25   Daily

VQ905     12:30    13:25   Daily

VQ911     18:00    18:55   Daily

VQ917     20:00    20:55   Daily

 

CHATTOGRAM – DHAKA

 

Flight No Departure Arrival  Days of Operation 

 

VQ902   8:55    9:50      Daily

VQ906   13:55   14:50     Daily

VQ912   19:25   20:20     Daily

VQ918   21:25   22:20     Daily

 

DHAKA – SYLHET

Flight No         Departure         Arrival      Days of Operation

VQ983            12:00               12:50         Daily

VQ987            18:30               19:20         Daily

 

SYLHET – DHAKA

 

Flight No      Departure      Arrival    Days of Operation

VQ984        13:20         14:10     Daily

 

DHAKA – SAIDPUR

 

Flight No    Departure    Arrival     Days of Operation

VQ961     7:00        8:00      Daily

VQ963     11:30       12:30     Daily

VQ965     14:30       15:30     Daily

VQ967     17:30       18:30     Daily

 

SAIDPUR – DHAKA

 

Flight No    Departure    Arrival    Daysof Operation

VQ962     8:30        9:30     Daily

VQ964     13:00       14:00    Daily

VQ966     16:00       17:00    Daily

VQ968     19:00       20:00   Daily

DHAKA – RAJSHAHI

 

Flight No    Departure        Arrival    Days of Operation

VQ989         10:30              11:15       Daily

VQ993         16:30              17:15       Daily

 

RAJSHAHI – DHAKA

 

Flight No        Departure       Arrival      Days of Operation

VQ990            11:45             12:30        Daily

VQ994            17:45             18:30         Daily

 

DHAKA – JASHORE

 

Flight No       Departure            Arrival     Days of Operation

VQ941          9:00                     9:40          Daily

VQ945         13:30                    14:10        Daily

VQ947         17:00                    17:40        Daily

VQ951          19:00                   19:40        Daily

 

JASHORE – DHAKA

 

Flight No     Departure           Arrival     Days of Operation

VQ942         10:10                 10:50      Daily

VQ946         14:40                 15:20      Daily

VQ948         18:10                  18:50      Daily

VQ952          20:10                  20:50     Daily

 

DHAKA – BARISAL

 

Flight No   Departure     Arrival   Days of Operation

 

VQ995     9:30        10:10   Daily

VQ997     15:30       16:10    Daily

 

BARISAL – DHAKA

 

Flight No    Departure     Arrival    Days of Operation

 

VQ996      10:40       11:20     Daily

VQ998      16:40       17:20     Daiy

 

 ইউ এস বাংলার সময়সূচি

DHAKA – CHATTOGRAM

 

Flight No   Departure   Arrival     Days of Operation

 BS101          7.00AM         07.55AM       Daily

BS103       10.30AM    11.25AM         Daily

BS107        03.00PM    03.55PM         Daily 

BS109       05.30PM    6.25PM           Daily

BS115         07.30PM    8.25PM          Daily

 

CHATTOGRAM– DHAKA

 

Flight No   Departure   Arrival   Days of Operation

 

BS102            8.25AM           9.15AM       Daily

 

BS104             11.55AM         12.45PM     Daily

BS108              04.25PM         05.15PM     Daily

BS110             06.55PM         07.45PM      Daily

BS116             08.55PM        09.45PM        Daily

DHAKA – SYLHET

Flight No    Departure     Arrival    Days of Operation

BS535         01.00PM     01.50PM   Daily

BS537          07.30PM    08.20PM   Daily

 

SYLHET – DHAKA

Flight No    Departure     Arrival    Days of Operation

BS536        02.20PM      03.05PM  Daily

BS538        08.50PM      09.35PM  Daily

 

DHAKA – SAIDPUR

Flight No    Departure    Arrival     Days of Operation

 

BS181               08.00AM                 09.00AM              Daily

BS183              09.30AM                10.30AM                Daily

BS185            11.00AM                 12.00PM                 Daily

BS187            06.00PM                  07.00PM                 Daily

BS193             07.00PM                 08.00PM                 Daily

SAIDPUR – DHAKA

Flight No    Departure    Arrival    Daysof Operation

 

BS182                    09.30AM                 1O.25AM             Daily

BS184                    11.00AM               11.55AM              Daily 

BS186                    12.30PM               01.25PM              Daily

BS188                      07.30PM               08.25PM              Daily

BS194                    08.30PM               09.25PM               Daily

 DHAKA – JASHORE

 Flight No    Departure      Arrival       Days of Operation

 BS123         08.30AM     09.15PM      Daily

BS125          12.00PM    12.45PM       Daily

BS127         03.30PM     04.15PM       Daily

BS135          06.30PM     07.15PM      Daily

JASHORE – DHAKA

 

Flight No    Departure     Arrival    Days of Operation

 

BS124        09.45AM      10.25AM  Daily

BS126        01.15PM      01.55PM  Daily

BS128        04.45PM      05.25PM  Daily

BS135        07.45PM      08.25PM  Daily

 

DHAKA – BARISAL

 

Flight No   Departure     Arrival   Days of Operation

BS 171       11.30AM               12.10PM            Daily

BS 173        4.00 PM              04.40.PM            Daily

BARISAL – DHAKA

Flight No    Departure     Arrival    Days of Operation

BS 172         11.40PM               01.20PM      Daily

BS 174         05.10PM               50.50PM      Daily

Review

by ubaTaeCJ

“ Mr.“

555

by ubaTaeCJ

“ Mr.“

555

by ubaTaeCJ

“ Mr.“

555

by ubaTaeCJ

“ Mr.“

555

by ubaTaeCJ

“ Mr.“

555